kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো বোটলনোস প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে ৫ ফুট দৈর্ঘের ডলফিনটি সৈকতের গঙ্গামতি গ্রামের তেত্রিশকানি এলাকায় জেলেরা দেখতে পায়। প্রতি আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের ঢেউয়ের সঙ্গে মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে।

কলাপাড়া পরিবেশ আন্দোলন বাপার সদস্য মেজবাহ উদ্দিন মাননু বলেন, সাগরে নির্বিচারে ডলফিন হত্যা শুরু হয়েছে। এটি মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতি জোবায় কমপক্ষে দুটি মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকা সৈকতে। এতে সাধরণ মানুষের মাঝে যতটা উদ্বেগ সৃষ্টি হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরের কর্তৃপক্ষ যেন তামাশা দেখছে।

জানা গেছে, কুয়াকাটা সৈকতে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ ৭ ফুট দৈর্ঘের মৃত ডলফিন ভেসে এসেছিল। চলতি বর্ষা মৌসুমে ২১টির মতো মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসে এবং সেগুলো কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা মাটিচাপা দেয় বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার। সাতদিনের সেরা