kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

মাল্টিপ্লাগে আঙুল দিয়ে শিশুর মৃত্যু, সামনে বসেছিল বাবা-মা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩৬ | পড়া যাবে ১ মিনিটেমাল্টিপ্লাগে আঙুল দিয়ে শিশুর মৃত্যু, সামনে বসেছিল বাবা-মা

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১৩ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মধ্যবেতছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিসার আল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সহসভাপতি মো. নাজমুল ইসলামের ছেলে।

নাজমুলের প্রতিবেশী এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবু কালাম জানান, ঘটনাটি তার বাড়ির (মেম্বারের) উঠানে। পাশের বাড়ির কৃষক সেখানে বৈদ্যুতিক লাইন থেকে উঠানে মাল্টিপ্লাগে স্ট্যান্ড ফ্যানে ধান উড়াচ্ছিলেন। পাশেই নিসারসহ তার বাবা-মা বসেছিলেন। কোন এক ফাঁকে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। দ্রুত অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা