kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

দ্বন্দ্ব নিরসন, মান্দার সেই মন্ডপেই পূজা করবে গ্রামবাসী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২২ | পড়া যাবে ২ মিনিটেদ্বন্দ্ব নিরসন, মান্দার সেই মন্ডপেই পূজা করবে গ্রামবাসী

ইউএনওর হস্তক্ষেপে অবশেষে একই মন্ডপে দুর্গাপূজা উদযাপনে সম্মত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামের লোকজন। সামাজিক দ্বন্দ্ব নিরসন হওয়ায় এরই মধ্যে গ্রামে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। গ্রামবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর ইউএনওর সভাকক্ষে দুইপক্ষের লোকজন নিয়ে সমঝোতা বৈঠক করা হয়। এতে সামাজিক দ্বন্দ্ব ভুলে একই মন্ডপে গূজা উদযাপনে সম্মত হয় উভয়পক্ষ।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবু তালেবসহ পারসিমলা গ্রামের বিবাদমান দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই মন্ডপের কমিটি বিলুপ্ত করে নতুনভাবে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিধান চন্দ্র তালুকদারকে সভাপতি ও বিমল চন্দ্র প্রামাণিককে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি অবহিত হয়ে উভয়পক্ষকে ডেকে নিয়ে সমঝোতা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পারসিমলা গ্রামে সামাজিক দ্বন্দ্বে গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে একইস্থানে দুই মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করেন স্থানীয়রা। এনিয়ে বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর তা নিরসনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।সাতদিনের সেরা