kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

শাজাহানপুরে গৃহবধূর আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২৪ | পড়া যাবে ১ মিনিটেশাজাহানপুরে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাবেয়া বেগম উপজেলার জালশুকা বড়চান্দাই গ্রামের নবাব আলীর স্ত্রী। বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম জানান, রাবেয়া বেগমের স্বামী একজন কৃষক। দুই ছেলের মধ্যে বড় ছেলে বিবাহিত। ছোট ছেলে স্কুলে পড়ে। বুধবার সকালে বাবা-ছেলে মাঠে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় রাবেয়া বেগম ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগেও নিজের চুল নিজে নিজেই বেশ কয়েকবার ছিঁড়ে ফেলেছেন রাবেয়া বেগম। রাবেয়া বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থতার কারণেই রাবেয়া বেগম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজন ও প্রতিবেশীরা।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।সাতদিনের সেরা