kalerkantho

শনিবার । ৭ কার্তিক ১৪২৮। ২৩ অক্টোবর ২০২১। ১৫ রবিউল আউয়াল ১৪৪৩

কেশবপুরে ৭ দিনে কারও করোনা শনাক্ত হয়নি

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৬ | পড়া যাবে ১ মিনিটেকেশবপুরে ৭ দিনে কারও করোনা শনাক্ত হয়নি

যশোরের কেশবপুরে গত ৭ দিন ধরে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে করোনা বেডেও নেই কোনো রোগী। সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত থাকায় করোনা সংক্রমণ কমে গেছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। 

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার ১ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ৭ দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যার সবগুলোই নেগেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গৌতম কুমার দাস, গত মঙ্গলবার ১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ৭ দিনে কেশবপুরে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তাছাড়া হাসপাতালে কোনো করোনা রোগী চিকিৎসাধীন নেই। সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত থাকায় এ উপজেলায় করোনা সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে।সাতদিনের সেরা