kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

করোনায় মমেক হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মমেক হাসপাতালে আরো ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কমেছে করোনা শনাক্ত ও এ ভাইরাসে মৃত্যুর সংখ‍্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় শনাক্ত হয়েছে ১৫ জন। আর মারা গেছে দুইজন।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এসব তথ‍্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৫৭৩ জন।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন  ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে মারা গেছেন ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার আব্দুর রাজ্জাক (৬০) এবং উপসর্গ নিয়ে মারা গেছেন শেরপুরের  নালিতাবাড়ী উপজেলার ফাতেমা খাতুন (৬৫)।

এ ছাড়া করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। এ নিয়ে বর্তমানে আইসিইউতে আটজনসহ করোনা ইউনিটে ৯৮ জন চিকিৎসাধীন।সাতদিনের সেরা