kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

স্বামী-সতীনের এসিডে ঝলসে গেলেন গৃহবধূ, দগ্ধ তিন শিশুও

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি    

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেস্বামী-সতীনের এসিডে ঝলসে গেলেন গৃহবধূ, দগ্ধ তিন শিশুও

রাণীনগরে সদ্য প্রবাসফেরত এক গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকেই পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসিড হামলার শিকার নারীর নাম পাতাশি বেগম (৩৫)। তিনি আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মজনু সরদারের মেয়ে।

এসিডে তাঁর মাথা, মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে। তাঁকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান।

আটক দুজন হলেন পাতাশির স্বামী ওসমান ও সতীন নারগিছ পারভীন। ওসমান আত্রাই উপজেলার আন্ধারকোটা গ্রামের করিম প্রামাণিকের ছেলে। দগ্ধ তিন শিশু হলো আতাইকুলা মধ্যপাড়ার এন্তাজ সরদারের মেয়ে রিতা (১৩), সাগরের মেয়ে খাতিজা (৭) এবং আজিজুলের ছেলে আকাশ (৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুল ইসলাম জানান, এসিড নিক্ষেপ ঘটনার সাথে জড়িত দুজনকে আট করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।সাতদিনের সেরা