kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

গোসল করতে নেমে পুকুরে তলিয়ে গেল তানিয়া-হাবিবা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটেগোসল করতে নেমে পুকুরে তলিয়ে গেল তানিয়া-হাবিবা

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পানিতে ডুবে তানিয়া (৯) ও হাবিবা (৮) নামে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তাদের মধ্যে তানিয়া তারা মিয়ার ও হাবিবা বাচ্চু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তানিয়া, হাবিবা, সুমাইয়া ও মিথিলা নামে চার শিশু বাড়ির অদূরে একটি মসজিদের পাশে পুকুরে নেমে গোসল করছিল। এ সময় হঠাৎ তানিয়া ও হাবিবা তলিয়ে যায়। এ দৃশ্য দেখে সুমাইয়া ও মিথিলা পুকুর থেকে উঠে দৌড় বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। পরে দ্রুত লোকজন ছুটে এসে পানিতে তল্লাশি চালিয়ে হাবিবা ও তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে থানাকে অবহিত করেন। নান্দাইল থানার ওসি উবায়দুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।সাতদিনের সেরা