kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আহত ইমাম

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আহত ইমাম

কর্ণফুলীতে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে এক ইমাম গুরুতর  আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ফজরের নামাজে পড়তে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে বড়উঠান খিলপাড়া গ্রামের খিলপাড়া মসজিদের ইমাম মাওলানা ইয়ার মোহাম্মদ আনোয়ারী (৪৫) গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বড়উঠান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুছা বলেন, আজ ভোরে পাহাড় থেকে আসা একটি বন্য হাতির আক্রমণে আমাদের এলাকার মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে মেডিক্যালে ভর্তি আছেন।সাতদিনের সেরা