kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

মসজিদ-স্কুল ভাঙনের অপেক্ষায়, আতঙ্কে অর্ধশত পরিবার

রাজবাড়ী প্রতিনিধি    

১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৬ | পড়া যাবে ১ মিনিটেমসজিদ-স্কুল ভাঙনের অপেক্ষায়, আতঙ্কে অর্ধশত পরিবার

রাজবাড়ীর চর সিলিমপুর এলাকার পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের বাঁধে ফের প্রায় ৫০ মিটার এলাকার সিসি ব্লক ধসে নদীগর্ভে চলে গেছে। ফলে ওই এলাকার অর্ধশতাধিক পরিবার, একটি মসজিদ ও একমাত্র চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙন হুমকিতে।

জানা গেছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রাজবাড়ীর পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পে বাঁধের চর সিলিমপুর এলাকায় ভাঙন শুরু হয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলা শুরু করলেও তা পর্যাপ্ত না বলে অভিযোগ স্থানীয়দের। স্থায়ীভাবে সিসি ব্লক বসানোর কয়েক মাসের মধ্যে দফায় দফায় তা ধসে নদীতে বিলীন হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানিয়েছেন, ভাঙন প্রতিরোধে তারা বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছেন।সাতদিনের সেরা