kalerkantho

বৃহস্পতিবার । ১ আশ্বিন ১৪২৮। ১৬ সেপ্টেম্বর ২০২১।৮ সফর ১৪৪৩

'আনসার আল ইসলাম’-এর ৪ সদস্য আটক

খুলনা অফিস   

৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৭ | পড়া যাবে ১ মিনিটে'আনসার আল ইসলাম’-এর ৪ সদস্য আটক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর চার সদস্যকে আটক করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। রবিবার র‌্যাব-৬-এর সিনিয়র সহকারী পরিচলক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মণিরামপুর থানা এলাকার আব্দুল্লাহ আল গালিব (২৪), মুহাম্মদ আলী শেখ (২১), যশোর সদরের মো. জাফর হোসেন ওরফে শিমুল খান (২১) ও নাদির হোসেন (৩০)।

বজলুর রশীদ জানান, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে (শনিবার) যশোরের মণিরামপুর থানাধীন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রামে অভিযান চালান। সেখান থেকে ‘আনসার আল ইসলাম’-এর চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।সাতদিনের সেরা