kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

স্বামী পরিত্যক্তাকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৫৫ | পড়া যাবে ১ মিনিটেস্বামী পরিত্যক্তাকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্বামী পরিত্যক্তা (৩৫) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আলী আশরাফ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল মনিটরিংয়ের মাধ্যমে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আলী আশরাফকে মদনগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আশরাফ বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্বামী পরিত্যক্তা ওই নারীকে এক সপ্তাহ আগে মোবাইল ফোনে ডেকে নেয় আলী আশরাফ গং। এরপর মদনগঞ্জের ময়লার ভাগাড়ের সামনের একটি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় এক সপ্তাহ আগে বন্দর থানায় মামলা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার আলী আশরাফকে গ্রেপ্তার করা হয়।সাতদিনের সেরা