kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

ছাত্র ইউনিয়ন ময়মনসিংহের সম্মেলন ২৫ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক   

৩১ আগস্ট, ২০২১ ১৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেছাত্র ইউনিয়ন ময়মনসিংহের সম্মেলন ২৫ সেপ্টেম্বর

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। 'দুঃসময়ে আমার যৌবন, ছিন্ন করুক অপশক্তির চক্রব্যূহ' স্লোগানকে ধারণ করে আগামী ২৫ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ ৩১ আগস্ট মঙ্গলবার নগরীর মালগুদাম রোডের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

জেলা সংসদের সভাপতি আশজাদুল বোরহান তাহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ'র সঞ্চালনায় উক্ত কর্মীসভায় ময়মনসিংহ জেলা সংসদের বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠিনের কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় জেলা সংসদের সহ-সভাপতি আলী আশরাফ আবিরকে চেয়ারম্যান এবং সদস্য নাঈম হাসানকে আহ্বায়ক করে ৫৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।সাতদিনের সেরা