kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি   

২৮ আগস্ট, ২০২১ ১৪:২০ | পড়া যাবে ১ মিনিটেচাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুন্দপুর এলাকায় বিদ্যুতের প্রধান লাইনের ছেঁড়া তারে জড়িয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মল্লিকা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন মধু ওই বাড়ির আব্দুর রবের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নাম পড়তে পার্শ্ববর্তী মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন মধু। এরপরের সড়কে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া জড়িয়ে পড়েন তিনি। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পাশে বাড়ির এক নারী মোহাম্মদ হোসেনের লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে এবং বিষয়টি বিদ্যুৎ অফিসে খবর দেন।

স্থানীয়রা জানান, রাতে কোনো এক সময় বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়েছিল। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা