kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: শিশু নাসরার লাশ উদ্ধার

চলাচল সাময়িক বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    

২৮ আগস্ট, ২০২১ ১০:৪১ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: শিশু নাসরার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় নাসরা নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলার ওই শিশুর লাশ উদ্ধার হয়। নাসরা ওই এলাকার হারিজ মিয়ার মেয়ে। উদ্ধারের পর শিশুটির চাচা ছায়েদ মিয়া ও ফরিদ মিয়াসহ স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করে। 

এদিকে বিলের পাড়ে স্বজনদের ভীড়ও কমে গেছে। শুক্রবার রাত নাগাদ উদ্ধার হওয়া ২১ জনের লাশ শুক্রবার রাতের মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গনে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শত শত মানুষের ভিড় সামলাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

দুর্ঘটনার কারণে ওই নৌপথে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মনিপুর এলাকায় বালুবাহী নৌকার ধাক্কায় প্রায় ১০০ যাত্রী নিয়ে চলা নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনার সর্বশেষ উদ্ধার হওয়া ওই শিশুসহ মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২-এ। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সাতদিনের সেরা