kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

যমুনার পানি বিপৎসীমার ওপরে, বন্যার পূর্বাভাস

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

২৬ আগস্ট, ২০২১ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেযমুনার পানি বিপৎসীমার ওপরে, বন্যার পূর্বাভাস

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়তে থাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে যমুনার পানি ১৬ দশমিক ৬৬ সেন্টিমিটার সমতায় প্রবাহিত হয়েছে। কিন্তু বিকেল ৩টা নাগাদ পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও পরিমাণ খুবই কম। সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রতি মুহূর্তে যমুনা নদীর বাঁধ পর্যবেক্ষণে রাখা হয়েছে।সাতদিনের সেরা