kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

ছাগলের ডাকে ধরা খেল ৩ চোর!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৪ আগস্ট, ২০২১ ২১:২১ | পড়া যাবে ১ মিনিটেছাগলের ডাকে ধরা খেল ৩ চোর!

মুষলধারে বৃষ্টির মধ্যে সড়কে চলছিল অটোরিকশা। ভেতরে দুটি ছাগল। যাত্রীর সিটে দুই যুবক। তারাই ছাগলগুলোর মুখ চেপে ধরে বসে আছে। হঠাৎ মুখ ছাড়িয়ে ছাগল ডাকতে শুরু করে। এমন সময় ছাগলের ডাকে সন্দেহ হয় পথচারীদের। ধাওয়া দেয় অটোরিকশাটিকে। এর পর ছাগলসহ আটক করা হয় তাদের। পরে জানা যায়, তারা ছাগলগুলো চুরি করে নিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অটোরিকশাসহ তিন চোরকে আটক করে থানায় আনে।

আটককৃতরা হচ্ছেন- হোসেনপুর উপজেলার রাসেল, নাঈম ও আলফাজ। তারা উপজেলার মেছেরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃষ্টির সময় ছাগল দুটি পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় তিন চোর মিলে ছাগলদুটিকে কোলে করে ইজিবাইকে তুলে নিয়ে পালাতে চেয়েছিলেন। তিনজনকে আটক করে মারধর করলে তারা ছাগল চুরির বিষয়টি স্বীকার করে।সাতদিনের সেরা