kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০২১ ২১:১৩ | পড়া যাবে ১ মিনিটেবীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ময়মনসিংহের গফরগাঁওয়ের চরমছলন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত স্ট্রোক ও প্যারালাইসিস জনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর নিজ বাড়িতে মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আবৃত করে গফরগাঁও থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।সাতদিনের সেরা