kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

মির্জাপুরে আগুনে ঘর পুড়ে সব শেষ প্রতিবন্ধী হানুর!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০২১ ১৭:১৮ | পড়া যাবে ১ মিনিটেমির্জাপুরে আগুনে ঘর পুড়ে সব শেষ প্রতিবন্ধী হানুর!

টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে হানিফ মিয়া (হানু) নামে এক প্রতিবন্ধীর বসত ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে বসত ঘর আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বন্দ্যেকাওয়ালজানী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হানু বন্দ্যেকাওয়ালজানী গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে। 

জানা গেছে, বিকেলে ঘরের ফ্রিজের বৈদ্যুতিক লাইনের শকসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুড়ে ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়ির লোকজন এসে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। এসময় ঘর, আসবাবপত্র ও নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিবন্ধী হানু মিয়ার বসত ঘর পুড়ে নিঃস্ব হওয়ার খবর পেয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন বলে ওই গ্রামের বাসিন্দা মির্জাপুর সরকারি কলেজের শারীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম জানিয়েছেন।সাতদিনের সেরা