kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

বাড়ির পুকুরে ভাসল শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২২ আগস্ট, ২০২১ ১৫:২৪ | পড়া যাবে ১ মিনিটেবাড়ির পুকুরে ভাসল শিশুর লাশ

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কাহালু উপজেলার বড়দামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার শাহিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সুমাইয়া বাড়ি থেকে সবার অজান্তে বের হয়।

বিজ্ঞাপন

তাকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান লাশ পাওয়া যায়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, পানিতে ডুবে শিশু সুমাইয়ার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।   সাতদিনের সেরা