kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

৭ ঘণ্টা লোকালয়ে ঘুরে গেল বন্যহাতি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০২১ ১৮:০৫ | পড়া যাবে ২ মিনিটে৭ ঘণ্টা লোকালয়ে ঘুরে গেল বন্যহাতি

চট্টগ্রামের আনোয়ারায় ভোরে দেয়াং পাহাড়ে থেকে জনবসতিপূর্ণ এলাকায় দলছুট একটি বন্য হাতি ঢুকে পড়ে লোকালয়ে। খাবারের খোঁজে লোকালয়ে আসা হাতিটিকে দীর্ঘ সাত ঘণ্টার যৌথ প্রচেষ্টার পর নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ভোর ৬টার পর দেয়াং পাহাড়ে দলছুট হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে। উপজেলার বরুমচড় ইউনিয়নের পশ্চিম বরুমচড়া হয়ে বটতলীও বারশত ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনবসতিপূর্ণ এলাকাতে ঘোরাফেরা করতে দেখা যায় হাতিটিকে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগের প্রচেষ্টায় হাতিটিকে দুপুর সাড়ে ১২টার পর নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, ভোর থেকে হাতিটিকে জমিতে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। হাতিটি কোনো মানুষের ক্ষতি না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করেছে।

বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, হাতিটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন ইউনিয়নে ঘুরে জমির ফসল নষ্ট করছে। ফলে দিনের বেলায় হাতি নামার কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে এলিফ্যান্ট রেসপন্স টিম, থানা পুলিশ ও স্থানীয়দের  সহায়তায় এলাকা থেকে হাতিটি নিরাপদে সরিয়ে দেওয়া হয়।সাতদিনের সেরা