kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০২১ ১৫:৫৮ | পড়া যাবে ১ মিনিটেগোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পানিতে ডুবে ৭ বছরের শিশু রাইভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার টিএন্ডটি পাড়ার মৃত লিন্টন মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে রাইভী টিএন্ডটি মাঠে সমবয়সীদের সাথে ফুটবল খেলে বাসায় ফেরে। গায়ে কাঁদামাটি থাকায় তার মা রহিমা খাতুন তাকে গোসল করে আসতে বলেন। কিন্তু সে বাড়িতে গোসল না করে টিএন্ডটির পুকুরে গোসল করতে গিয়ে যে পানিতে ডুবে গেছে তা কেউই জানত না। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে টিএন্ডটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল পুকুরে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা