kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

করোনায় আরো ৯ জনের প্রাণ গেল রামেক হাসপাতালে

অনলাইন ডেস্ক   

১৮ আগস্ট, ২০২১ ১০:২৪ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় আরো ৯ জনের প্রাণ গেল রামেক হাসপাতালে

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

৯ জনের চারজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব  তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, করোনা সংক্রমণে  মৃতদের  রাজশাহীর তিনজন ও নাটোরের একজন। আর  উপসর্গ নিয়ে মৃতদের রাজশাহীর চারজন, মেহেরপুরের একজন এবং নাটোরে দুইজন ও নওগাঁর দুইজন।

রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৬১ জন রোগী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে মোট ২৪৪ জনের মৃত্যু হলো। জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

এদিকে, রাজশাহীতে করোনায় মৃত্যুর পাশাপাশি সংক্রমণের হারও কমেছে। গতকাল মঙ্গলবার জেলায় মোট ৬৪৯টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কমে ১২ দশমিক ৩২ শতাংশে এসেছে। সাতদিনের সেরা