kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

ক্রেনের ধাক্কায় মিনিবাস উল্টে প্রাণ গেল তিন শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি    

১৬ আগস্ট, ২০২১ ২৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেক্রেনের ধাক্কায় মিনিবাস উল্টে প্রাণ গেল তিন শ্রমিকের

নারায়ণগঞ্জের বন্দরে রোডস অ্যান্ড হাইওয়ের ক্রেনের ধাক্কায় মিনিবাস উল্টে দুই নারীসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম (৩২) ও মাহমুদা খাতুন (৩০)। তাঁরা বন্দরের মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে।

আজ সোমবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের দেওয়ানবাগ এলাকার বন্দর স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ গার্মেন্ট ছুটির পর রাত ৮টার দিকে মদনপুর থেকে নাফ পরিবহন নামের একটি লোকাল মিনিবাসে বাড়ি ফিরছিলেন ইপিলিয়ন গার্মেন্টের কয়েকজন শ্রমিক। 

মিনিবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের দেওয়ানবাগ এলাকার বন্দর স্টিল মিলের সামনে এলে উল্টো পথে আসা সড়ক ও জনপথ বিভাগের একটি ক্রেন মিনিবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে  মিনিবাসটি উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুই শ্রমিক। সাতদিনের সেরা