kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

বিনামূল্যে সাইকেল পেল সিঙ্গাইরের ৭৪ দরিদ্র শিক্ষার্থী

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

১৫ আগস্ট, ২০২১ ০৪:৩৯ | পড়া যাবে ২ মিনিটেবিনামূল্যে সাইকেল পেল সিঙ্গাইরের ৭৪ দরিদ্র শিক্ষার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ৮টি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ৭৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকালে স্থানীয় সরকার বিভাগের অধীন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর অর্থায়নে সাইকেলগুলো এসব শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এদের মধ্যে ৪৪ জন মেয়ে ও ৩০ জন ছেলে শিক্ষার্থী রয়েছে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লার সভাপতিত্বে উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়, বলধারা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বায়রা উচ্চ বিদ্যালয়, বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়, পারিল নুর মহসিন উচ্চ বিদ্যালয়, নবগ্রাম উচ্চ বিদ্যালয়, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর উচ্চ বিদ্যালয়, জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও রায়দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসব অসহায় দরিদ্র শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, দেওয়ান জিন্নাহ লাটু ও ইঞ্জিয়ার মো. শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার ও রায়দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রণীর ছাত্রী সাদিয়াসহ অনেক শিক্ষার্থী বলেন, বাড়ি থেকে আমাদের স্কুল অনেক দূরে। প্রতিদিন রিকশা-ভ্যানে যেতে টাকা ও সময় দুটোই লাগে। আবার কখনো বাবা-মা টাকাও দিতে পারেন না। তখন পায়ে হেটে কষ্ট করে স্কুলে যেতে হয়। এখন সাইকেলে করে স্কুলে যাব। স্কুলে যেতে আর কষ্ট হবে না।সাতদিনের সেরা