kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

বাঘারপাড়ায় চার ডাকাত আটক, মাইক্রোবাস উদ্ধার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২১ ১৯:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবাঘারপাড়ায় চার ডাকাত আটক, মাইক্রোবাস উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় চার ডাকাতকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শুকদেবনগর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় টয়োটা স্কয়ার ঢাকা মেট্রোর একটি গাড়ি উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন নড়াইল নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মিজানুর রহমান (৪০), শার্শা উপজেলার সাতাই গ্রামের নূর ইসলামের ছেলে ও গোগা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুজ্জামান(৩৫), একই গ্রামের নাজির উদ্দিনের ছেলে দেলোয়ার (৪২), সাতক্ষীরা সদর উপজেলার মাসখোলা গ্রামের জোমাদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩২)। ডাকাত চক্রের বাকি চার সদস্য পালিয়েছে।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেছেন, জিজ্ঞাসাবাদ চলছে। বাকি তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।

বাঘারপাড়া থানা পরিদর্শন করেন যশোরের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) সাইফুল ইসলাম, ডিবি ওসি রুপম কুমার।সাতদিনের সেরা