kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

দুমড়ে-মুচড়ে গেছে বাস-ট্রাক, প্রাণে রক্ষা

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২১ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেদুমড়ে-মুচড়ে গেছে বাস-ট্রাক, প্রাণে রক্ষা

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনার শিকার বাস-ট্রাক।

সিরাজগঞ্জের সলঙ্গায় সংঘর্ষে দুটি বাস-ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা নামের একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।সাতদিনের সেরা