kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

চাঁদপুরের সড়কে ২ মৃত্যু, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি   

১১ আগস্ট, ২০২১ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরের সড়কে ২ মৃত্যু, আহত ১০

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া ও কচুয়া উপজেলার জগতপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফরিদগঞ্জের ধানুয়ায় নোয়াখালীর চৌমুহনী থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আনন্দ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে সোহেল মিজি (৪৫) নামে এক পথচারী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন। ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী গা ঢাকা দিয়েছেন। অ

অন্যদিকে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়ার জগতপুর এলাকায় বোগদাদ পরিবহন নামের দ্রুতগামী একটি বাস অটোরিক্শাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সড়কে ছিটকে পড়ে নিহত হন একজন। নিহত জহিরুল ইসলাম (৬২) চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রকৌশলী। কচুয়া উপজেলার পিপলকরা গ্রামের মাওলানা আব্দুল মজিদের ছেলে তিনি।সাতদিনের সেরা