kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি    

১১ আগস্ট, ২০২১ ১৭:০৫ | পড়া যাবে ১ মিনিটেবজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

শেরপুরের নকলা উপজেলায় লাভা গ্রামে আজিজুল হক (৩৬) নামে বজ্রপাতে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আজিজুল ওই গ্রামের বদিউজ্জামানের ছেলে।

বুধবার (১১ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণের জন্য যান আজিজুল। দুপুরে সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় বাবু ও হুমায়ূন কবির নামে আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত কৃষি শ্রমিক পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।  সাতদিনের সেরা