kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

বঙ্গমাতার জন্মদিবসে সিঙ্গাইরে সেলাই মেশিন পেল ১২ নারী

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

৯ আগস্ট, ২০২১ ০২:০৮ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গমাতার জন্মদিবসে সিঙ্গাইরে সেলাই মেশিন পেল ১২ নারী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মদিবসে মানিকগঞ্জের সিঙ্গাইরে ৭ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন ও ৫ জন দুস্থ নারীকে দুই হাজার করে টাকা প্রদান করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) দুপুরে এই সেলাই মেশিন ও টাকা বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৭ জন প্রশিক্ষিত নারীর হাতে সেলাই মেশিন তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা। এছাড়া আরো  ৫ জন দুস্থ নারীকে দুই হাজার করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ফারুক আহমেদ, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর আজরা জাবীন ও উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা