kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

সাত নারী পেলেন সেলাই মেশিন

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২১ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেসাত নারী পেলেন সেলাই মেশিন

যশোরের কেশবপুরে রবিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ওই সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় আরো ৩ নারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।সাতদিনের সেরা