kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

হিলিতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

হিলি সংবাদদাতা   

৮ আগস্ট, ২০২১ ১৪:৩১ | পড়া যাবে ১ মিনিটেহিলিতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের হিলিতে আমন ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে হিলির বৈগ্রাম সড়কের ইফতিখার পোল্ট্রি ফার্মের পাশে আমন ধান ক্ষেত থেকে কার্ত্তিক কিস্কুর (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

কার্ত্তিক হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের লগেন কিস্কুর ছেলে। মরদেহের পাশ থেকে এক বস্তা ঘাস ও একটি দা উদ্ধার করেছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, আজ বেলা ১১ টায় মুঠোফোনে সংবাদ পেয়ে হিলির বৈগ্রাম সড়কের ইফতিখার পোল্ট্রে ফার্মের পাশে ধান ক্ষেত থেকে কার্ত্তিক কিস্কুর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ধান ক্ষেতের পানির ভিতর উপুড় হয়ে পড়ে ছিল। মরদেহ উদ্ধারের পর স্থানীয় কমিশনার অলক কুমার বসাক মিন্টু তার পরিচয় শনাক্ত করেন।

তিনি আরো জানান, কিভাবে মারা গেছে সেটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মরদেহ উদ্ধারের সময় সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা