kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

মোরেলগঞ্জে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২১ ১৪:২৮ | পড়া যাবে ১ মিনিটেমোরেলগঞ্জে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অহিদুজ্জামান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের বাধাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জের মহিশপুরা ফুলিশ ফাড়ির আইসি এসআই মাহমুদুল হাসান জানান, সকাল ৯টার দিকে বাধাল এলাকায় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অহিদুজ্জামান নিহত হয়েছেন। নিহত অহিদুজ্জামান সাতক্ষীরার তালা উপজেলার ইসলামপুর প্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে বলেও নিশ্চিত করেছের এ পুণিশ কর্মকর্তা।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ও বাগেরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সাতদিনের সেরা