kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

বুড়িগঙ্গায় অজ্ঞাত কিশোরীর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ২০:০৯ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গায় অজ্ঞাত কিশোরীর লাশ

ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। 

শুক্রবার দুপুরে ফতুল্লার লঞ্চ ঘাটের কাছ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। নিহতের পরনে হলুদ জামা ও কালো প্যান্ট ছিল।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ১৪ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধারের বুড়িগঙ্গা নদীর স্থানটি কেরানীগঞ্জ থানা এলাকায় পড়েছে। এজন্য পাগলা কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় অবহিত করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।সাতদিনের সেরা