kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

ময়মনসিংহ মেডিকেল জানাল- আর বেড খালি নেই করোনা ইউনিটে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

৫ আগস্ট, ২০২১ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ মেডিকেল জানাল- আর বেড খালি নেই করোনা ইউনিটে

করোনা রোগীর চাপ আর সামলাতে পারলো না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অবশেষে কর্তৃপক্ষ ব্যানার টানিয়ে দিয়েছে- করোনা ইউনিটে বেড খালি নেই। আর আইসিইউ’র সংকট তো আগে থেকেই ছিল। 

হাসপাতাল সূত্র জানায়, এখন তারা অনেক রোগীকেই ভর্তি করাতে পারছেন না। বিষয়টি নিয়ে হাসপাতালে বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে। রোগী-চিকিৎসকদের বাক-বিতণ্ডা হচ্ছে। তাই সকলকে বাসত্মবচিত্রটা জানিয়ে দেয়ার জন্যই তারা ব্যানার টানিয়ে দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যারা জটিল রোগী তারা উপজেলা বা জেলা হাসপাতাল হয়ে এরপর যেন এখানে আসেন। তবে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থারও চিন্তা ভাবনা করছে। 

কর্তৃপক্ষ আরো জানায়, এ হাসপাতালে প্রথম ২১০টি করোনা রোগীদের জন্য বেড ছিল। বর্তমানে এখানে ৫৮৩ জনের মতো রোগী ভর্তি আছেন। এসব রোগীকে সুচিকিৎসা দিতে গিয়ে কর্তৃপক্ষ চরমভাবে হিমশিম খাচ্ছে। 

হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, হাসপাতালে সিট নেই। তারা জটিল রোগীদেরই জেলা বা উপজেলা হাসপাতাল হয়ে এ হাসপাতালে আসার জন্য বলেছেন। সাতদিনের সেরা