kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

বরিশাল সদর হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

৫ আগস্ট, ২০২১ ০০:১০ | পড়া যাবে ২ মিনিটেবরিশাল সদর হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড হাসপাতাল

বরিশাল জেলা সদর হাসপাতালে এখন থেকে পুরোদমে চলবে করোনা রোগীদের চিকিৎসা। ১০০ শয্যার এই প্রতিষ্ঠানকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। বুধবার এই চিঠি বরিশালে পৌঁছায়।

অনুমোদনের চিঠিতে বলা হয়, বরিশাল অঞ্চলে কভিড-১৯-এর সংক্রমণ ঊর্ধ্বমুখী। কভিড রোগীদের চিকিৎসার স্বার্থে জেলা সদর হাসপাতালকে পুরোপুরি কভিড ডেডিকেটেড করতে প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

স্বাস্থ্য বিভাগের ছয় জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে সাতটি। এতে শয্যাসংখ্যা ৬২০টি। বরিশাল জেলা সদর হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড করায় এই শয্যাসংখ্যা বেড়ে হবে সাত শতাধিক।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিভাগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট চলছে এক মাসের বেশি সময় ধরে। এমন অবস্থায় গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার প্রস্তাব দেয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টির অনুমোদন দিয়ে গত ১৯ জুলাই চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায়। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এ প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেয়। 

বরিশালের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা এরই মধ্যে এই হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের কার্যক্রম শুরু করেছি। এ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা রয়েছে। ৮০ রোগী এ সুবিধা পাবেন।সাতদিনের সেরা