kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

চাঁদপুরে ১২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি   

৪ আগস্ট, ২০২১ ২২:৫২ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে ১২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মতলব উত্তরের আমিরাবাদ লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৪ আগস্ট) বিকেলে ওই এলাকার ৩টি দোকান এবং ২টি গুদামে অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ৩৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার অবৈধ ছাই জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. সাদিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এই অভিযান চালনো হয়।

এ সময় ৩৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং মাছ ধরার বিশেষ সরঞ্জাম ৪৫০টি ছাই জব্দ করা হয়েছে। 

লে. সাদিক হোসেন আরো জানান, নদী ও সাগরে মাছের বংশবৃদ্ধিতে বাধাগ্রস্ত করে, নৌপথে চোরাচালানি, চাঁদাবাজি এবং দস্যুতা বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা সবসময়ই তৎপর রয়েছে। আর তারই অংশ হিসেবে অবৈধ এবং নিষিদ্ধ এই কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

এদিকে, বিকেলে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন এলাকায় এসব জাল ও ছাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। সাতদিনের সেরা