kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

খেলতে খেলতে পুকুরে, ভাসল শিশুর লাশ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   

৪ আগস্ট, ২০২১ ১৮:৫২ | পড়া যাবে ১ মিনিটেখেলতে খেলতে পুকুরে, ভাসল শিশুর লাশ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তামিম। সে মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে উঠানে খেলা করার সময় পুকুরে পড়ে যায় তামিম। অনেকক্ষণ ধরে তাকে খুঁজে না পেয়ে পুকুরে গিয়ে দেখা যায় তামিম ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মিসবাহুস সালেহীন বলেন, পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তামিমের মৃত্যু হয়।সাতদিনের সেরা