kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

বগুড়ায় ট্রাক-মাটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৪ আগস্ট, ২০২১ ১৫:১০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় ট্রাক-মাটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দোয়েল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার কালিয়ার পুকুর এলাকার বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দোয়েল নওগাঁর মান্দা উপজেলার চক ভবানী এলাকার আলীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দোয়েল সকালে তার মোটরসাইকেল করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। কালিয়া পুকুর এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নওগাঁ গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা