kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

উলিপুরে ফুটবল খেলা দেখ‌তে গি‌য়ে প্রাণ গেল শিশুর

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি   

৩ আগস্ট, ২০২১ ২৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেউলিপুরে ফুটবল খেলা দেখ‌তে গি‌য়ে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলা দেখ‌তে গিয়ে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে নাঈম ইসলাম (৮) নামে এক শিশুর মৃত‌্যু হয়ে‌ছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) বি‌কে‌লে উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পুরা ক‌রি‌মিয়া ফা‌জিল মাদরাসা মা‌ঠে এ ঘটনা‌ ঘ‌টে‌। নিহত নাঈম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যেক্ষদ‌র্শী ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার বি‌কে‌লে স্থানীয় যুবকরা মাদরাসা মা‌ঠে ফুটবল খেলার আ‌য়োজন ক‌রেন। এসময় লোকজ‌নের ভি‌ড়ে নাঈম ইসলা‌মের খেলা দেখ‌তে অসু‌বিধা হয়। প‌রে সে মাদরাসার বারান্দার চালের (ছাদ) ওপ‌র উ‌ঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।সাতদিনের সেরা