kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

ত্রাণ তহবিলে পানি দিল এসএ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩ আগস্ট, ২০২১ ১৫:৪৮ | পড়া যাবে ১ মিনিটেত্রাণ তহবিলে পানি দিল এসএ গ্রুপ

করোনায় দুস্থ অসহায় মানুষের সহায়তার অংশ হিসাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। মানবিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান শাহাবুদ্দিন আলম ট্রাস্ট সাহায্যের হাত বাড়িয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে আজ মঙ্গলবার দুই হাজার বোতল মুসকান ব্র্যান্ডের বিশুদ্ধ পানি হস্তান্তর করাা হয়। এ সময় এসএ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, কম্পানির মহাব্যবস্থাপক (এইচআর ও এডমিন) সৈয়দ রাফিদুল আলম ও সহকারি ব্যবস্থাপক (ব্র্যান্ড) মইন উদ্দিন।

চট্টগ্রামে প্রতিদিন শাহাবুদ্দিন আলম ট্রাস্টের পক্ষ থেকে ২০০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।সাতদিনের সেরা