kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

ফুলপুরে শোকাভিভূত আগস্টে তিন বীর সেনানীর বিদায়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২ আগস্ট, ২০২১ ২৩:২১ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে শোকাভিভূত আগস্টে তিন বীর সেনানীর বিদায়

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ আগস্ট) রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও প্যারালাইসিস রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। এ নিয়ে গত তিন দিনে ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ তিনজন মারা গেলেন।

গত শনিবার সাবেক কমান্ডার এম এ হাকিম সরকার, গতকাল রবিবার রাতে ডাক্তার আব্দুল হেকিম আজ সোমবার রাতে সাইফুল ইসলাম মারা যান। শোকাভিভূত আগস্ট মাসে তিনজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ফুলপুরে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল মঙ্গলবার সাইফুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম বিহারাঙ্গা পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে ফুলপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।সাতদিনের সেরা