kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

ফুলপুরে পানিতে ডুবে যমজ বোনের মর্মান্তিক মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২ আগস্ট, ২০২১ ২১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে পানিতে ডুবে যমজ বোনের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যমজ শিশুরা তিলাটিয়া গ্রামের কৃষক সাদেকুল ইসলামের দুই শিশু কন্যা লাদিয়া (৩) ও সাদিয়া।

ফুলপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, দুই শিশু সবসময় একসাথে চলাফেরা করত। সোমবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ব্যাপারে ফুলপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা