kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

জীবননগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২ আগস্ট, ২০২১ ২০:৪২ | পড়া যাবে ১ মিনিটেজীবননগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরো একজন আহতও হয়েছেন। সোমবার আড়াইটার দিকে উপজেলার হরিপুর গ্রামে গৌড়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবু সুলতান (৪৮) হরিপুর গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। আহত হয়েছেন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে আজিজুল হক (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে আবু সুলতান ও আজিজুল হরিপুর গৌড়ের মাঠে আমন ধান রোপণের কাজ করছিল। দুপুর আড়াইটার দিকে এলাকায় বৃষ্টি শুরু হয়। এসময় ক্ষণে ক্ষণে মেঘের প্রচণ্ড গর্জনের সঙ্গে বজ্রপাত হয়। এসময় সুলতান ও আজিজুল বজ্রপাতের কবলে পড়েন। পরে মাঠের অন্যানরা আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুলতানের মৃত্যু হয়। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘বজ্রপাতে আহত আজিজুলের টিকিৎসা চলছে।’

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘হরিপুর গ্রামে বজ্রপাতে নিহত আবু সুলতান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এবং এব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলার রেকর্ড হয়েছে।’সাতদিনের সেরা