kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরা হলো না তাঁর

অনলাইন ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ১০:২৯ | পড়া যাবে ১ মিনিটেমসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরা হলো না তাঁর

প্রতীকী ছবি।

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাজী বাচ্চু মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ার কারিগরপাড়া শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।

সোমবার (২ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে উপজেলার নাটোর-পাবনা-আঞ্চলিক মহাসড়কের পাবনা-রাজশাহী রেলরুটের দাশুড়িয়া রেলওয়ে লেবেল ক্রসিং গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত হাজী কুরান মোল্লার ছেলে। নিহত বাচ্চুর স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রয়েছে।

জানা যায়, সোমবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দাশুড়িয়া ট্রাফিক মোড়ের দিকে যাচ্ছিলেন বাচ্চু মোল্লা। তিনি পাবনা-রাজশাহী রেলরুটের দাশুড়িয়া রেলগেটের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মোল্লা মারা যান। এসময় স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে চালক পালিয়ে যান।

পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা