kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২ আগস্ট, ২০২১ ১০:০৯ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতাল ও নিজ বাড়িতে তাঁদের মৃত্যু হয়। একই সময়ে জেলায় সর্বোচ্চ ২৭৩ জন আক্রান্ত হন।

এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০৬ এ। আক্রান্তের সংখ্যা সাত হাজার ৯২৭ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিজ বাড়িতে চারজন ও হাসপাতালের আইসোলেশন ইউনিটে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজনের বাড়ি সদর উপজেলায়। এছাড়া নবীগনর, কসবা ও সরাইলের তিনজন মারা গেছে।

রবিবার প্রাপ্ত করোনা পরীক্ষার ৫৯৯টি রিপোর্টের মধ্যে ২৭৩টি পজিটিভ। আক্রান্তের হার ৪৫ দশমিক.৬ শতাংশ।সাতদিনের সেরা