kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

এবার কর্ণফুলীতে জালে আটকে মরল ডলফিনের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ আগস্ট, ২০২১ ১৯:৪৩ | পড়া যাবে ১ মিনিটেএবার কর্ণফুলীতে জালে আটকে মরল ডলফিনের বাচ্চা

হালদাতে একের পর এক ডলফিন মারা যাওয়ার খবর পাওয়া গেলেও এবার কর্ণফুলী নদীতে মারা গেল ডলফিনের বাচ্চা। জেলেদের জালে ডলফিনটি আটকা পড়ে মারা যায় বলে স্থানীয়দের অভিযোগ। রবিবার দুপুরে চান্দগাঁও থানার হামিদচর এলাকার এক জেলে তা তীরে নিয়ে আসেন। পরে স্থানীয়রা মৃত এই ডলফিনকে নিয়ে খেলা করতে থাকে।

স্থানীয় বাসিন্দা হাকিম আলী কালের কণ্ঠকে বলেন, হামিদচর এলাকার বালির মাঠে কিছু ছেলে প্রায় আড়াই ফুট লম্বা একটা মৃত ডলফিন নিয়ে খেলা করছিল। তারা বলেছে, এটি কর্ণফুলীতে জেলের ভাসা জালে আটকা পড়েছিল। তবে যখন তীরে আনা হয় তা মৃত অবস্থায় ছিল।

ঈদুল আজহার আগে কর্ণফুলীর শাখা খাল বোয়ালখালী খালে একটি মৃত ডলফিন পাওয়া যায়।সাতদিনের সেরা