kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

ষষ্ঠ বর্ষপূর্তি

বিলুপ্ত ছিটমহলে ৬৮ মোমবাতি প্রজ্বালন (ভিডিও)

হাসান মাহমুদ, বিলুপ্ত ছিটমহ থেকে   

১ আগস্ট, ২০২১ ১৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেবিলুপ্ত ছিটমহলে ৬৮ মোমবাতি প্রজ্বালন (ভিডিও)

লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্ত ছিটমহলে ষষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ সময় বিলুপ্ত ছিটমহলে ৬৮টি মোমবাতি প্রজ্বালন। গত ৬ বছর আগে এই দিনে ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি মেলে ছিটমহলবাসীর। আজ রবিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিলুপ্ত ছিটমহলের আজিমপুর উত্তর গোতামারী মঈনুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। 

এর আগে বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ, সাবেক ইউপি সদস্য খলিল ও বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ইউসুফ আলী। এদিকে বিলুপ্ত ছিটমহলবাসী সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে এক নৈশভোজের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থলসীমান্ত চুক্তির বাস্তবাযন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল দুই দেশের ভূখণ্ডে যুক্ত হয়। এতে করে দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ-ভারতের নাগরিক হওয়ার সুযোগ পান ছিটমহলের বাসিন্দারা।সাতদিনের সেরা