kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে চামড়া ব্যবসায়ীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১ আগস্ট, ২০২১ ০২:১৬ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে চামড়া ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফোল্ডার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শামছুল হুদা (৪০) নামে এক চামড়া ব্যবসায়ী মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামছুল হুদা ওই গ্রামের চামড়া ব্যবসায়ী আবুল মুনসুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামের আবুল মুনসুরের ছেলে শামছুল হুদা কোরবানির ঈদে কাঁচা চামড়া ক্রয় করে নিজ বাড়ির গুদামে লবণ দিয়ে রাখছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুদামের ভেতর বিদ্যুৎ লাইনে ফোল্ডার লাগানোর সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।

এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা।সাতদিনের সেরা