kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

বুড়িগঙ্গা নদীতে মিলল ভাসমান অজ্ঞাত পচাগলা লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

৩১ জুলাই, ২০২১ ০২:৫২ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গা নদীতে মিলল ভাসমান অজ্ঞাত পচাগলা লাশ

প্রতীকী ছবি

বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালিগঞ্জ তেলঘাট রহমান সাহেবের ডক ইয়ার্ডের বরাবর মাঝ নদী থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে ছিল বিস্কিট কালারের ট্রাউজার ও নীল-সাদা স্ট্রাইপের গোল গলা গেঞ্জি।

সদরঘাট নৌ পুলিশের এসআই শহীদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি ৬/৭ দিন আগের হবে, তাই এটিতে পচন ধরে গেছে এবং পায়ের কিছু অংশ মাছে খেয়ে ফেলেছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ একটি মামলা দায়ের করেছে।সাতদিনের সেরা